স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি তাদের নতুন ফোন ইউ ওয়ান এর সাথে নতুন আরোও একটি পণ্য উন্মোচন করলো আজ যার নাম রিয়েলমি বাডস। ওপ্পো মোবাইলের সাব ব্র্যান্ড রিয়েলমি তাদের সর্বপ্রথম ইয়ারফোন প্রকাশ করে ভারতে একটি অনুষ্ঠান এ।
রিয়েলমি এর এই ওয়্যার্ড ইয়ারফোনে থাকছে ৩.৫ মি.মি জ্যাক। যেসব ফোন থেকে ৩.৫ মিমি জ্যাক কে বিদায় জানানো হয়েছে তারা এটি ইউএসবি টাইপ সি কনভার্টার দিয়ে ব্যবহার করতে পারবেন। অতিরিক্ত ব্যাস প্রেমীদের জন্য হতে পারে কম বাজেটে সেরা একটি ইয়ারফোন এটি। ১১মি.মি ড্রাইভার ব্যবহার করা হয়েছে এটিতে, যার সুবাধে সাধারণ ১০মি.মি ড্রাইভার থেকে ১৬০% বেশি ব্যাস পাওয়া যাবে বলে প্রতিশ্রতি দিয়েছে রিয়েলমি।
মাত্র ৪৯৯ রুপি অথবা ৭ ডলারে পাওয়া যাবে এই ইয়ারফোনটি। বাংলাদেশের মার্কেটে ৭০০-৯০০ টাকার মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা যায়।
No comments