শাওমির নতুন ধামাকা: মি প্লে
সস্তায় ভাল স্পেসিফিকেশন দেয় কোন ব্র্যান্ড? এমন প্রশ্নে এখন পর্যন্ত প্রতিবারই উঠে আসবে শাওমির নাম।
তারই ধারাবাহিকতায় শাওমি এবার লঞ্চ করেছে Mi Play নামে দারুণ একটি বাজেট ডিভাইস।
তারই ধারাবাহিকতায় শাওমি এবার লঞ্চ করেছে Mi Play নামে দারুণ একটি বাজেট ডিভাইস।
শাওমি বেশকিছু ফোনে নচ এর ডিজাইন দিলেও
ওয়াটার ড্রপ নচ এবারই প্রথম! আর মি প্লে ডিভাইসটির অন্যতম আকর্ষণ এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে।
ওয়াটার ড্রপ নচ এবারই প্রথম! আর মি প্লে ডিভাইসটির অন্যতম আকর্ষণ এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে।
নজরকাড়া দুটি কালার গ্র্যান্ডিয়েন্ট ডিজাইন নিয়ে বাজারে আসা মি প্লে এর স্পেসিফিকেশনও সন্তুষ্ট করার মত।
প্রসেসর হিসেবে এতে থাকছে মিডিয়াটেক হিলিও P35 অক্টাকোর প্রসেসর, র্যাম ৪ জিবি এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো SD কার্ডের সাহায্যে বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত।
এতে আছে ১২ এবং ২ মেগাপিক্সেল এর রিয়ার ক্যাম, সঙ্গে LED ফ্ল্যাশ। ৮ মেগাপিক্সেল সেলফি শ্যুটার। ৫.৮৪ ইঞ্চি ১০৮০x২২৮০ ডিসপ্লে রেজ্যুলেশন এর ডিভাইসটিকে পাওয়ার আপ করছে ৩০০০ mAh ব্যাটারি এবং যথারীতি ফোনের পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
তবে মজার ব্যাপার হচ্ছে, মি প্লে আসবে আরো দুটি ভ্যারিয়েন্টে। যথাক্রমে ৬/৬৪ এবং ৬/১২৮ জিবি ভার্সনের মূল্য ধরা হতে পারে ১৮৮ এবং ২৩২ ডলার!
ইতোমধ্যেই চায়নাতে প্রথম ১বছর গ্রাহককে প্রতিমাসে ১০ জিবি ইন্টারনেট বোনাস দিয়ে বিক্রি শুরু হয়েছে মি প্লে। ১৬০ ডলারের মি প্লে ভারতীয় রুপিতে দাম হয় ১১ হাজারের মত।
প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে ভালভাবে সেল শুরু হলেই মি প্লে দেশে চলে আসবে বলে আশা করা যায়৷ তবে দাম অনুযায়ী এর ওভার অল পারফরমেন্স সন্তুষ্ট করতে পারবে কিনা, তা বলে দিবে সময় এবং এটিসি!
No comments