ফাইভজি স্মার্টফোন আসছে ২০১৯ সালে
ফাইভজি স্মার্টফোন আগামী বছর অর্থাৎ ২০১৯ সালে বিশ্বমার্কেটে আসতে চলছে। স্মার্টফোন জগতের বড় বড় কোম্পানি এটি নিশ্চিত করেছে। কিছু লিকস থেকে জানা যায় ২০১৯ সালের প্রথম দিকেই বাজারে আসবে ফাইভজি নেটওয়্যার্ক যুক্ত স্মার্টফোন।
পরবর্তী প্রজন্মের ডাটা টেকনোলোজি শুধুমাত্র ডাটা স্পিড এর উপর কাজ করবে তা নয়। আর্গুমেন্ট রিয়েলিটি(বাস্তব জগতের সাথে কম্পিউটার গ্রাফিক্স এর মেলবন্ধন),ভার্চুয়াল রিয়েলিটি,আরো উন্নত স্ট্রিমিং রেজোলুশন,হলোগ্রাফিক ডিসপ্লে,নেক্সট জেনারেশন ক্লাউড কম্পিউটিং ইত্যাদি থাকবে ফাইভজি ফোনের প্রধান বৈশিষ্ট্য। ২০১৯-এ আমরা আশা করছি পাঁচটি কোম্পানি যথা অ্যাপল, স্যামসাং, সনি, ওয়ানপ্লাস এবং হুয়াওয়ে ফাইভজি প্রযুক্তির ফোন বাজারে ছাড়বে।আসুন জেনে নিই ৫টি স্মার্টফোন সম্পর্কে যেগুলোতে ফাইভজি থাকতে পারে।
1.SAMSUNG GALAXY S10 OR GALAXY X
২০১৯ সালে রিলিজ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ১০। নতুন এই ডিভাইসটি তে থাকতে পারে ফাইভজি প্রযুক্তি। এরফলে এস ১০ ইউজাররা ফাইভজি এর সাহায্যে অবিশ্বাস্য গতিতে ডাউনলোড এবং আপলোড করতে পারবেন। এছাড়াও ৪কে ভিডিও স্ট্রিমিং এবং AAA এর গেইমস ইত্যাদি খুব সহজেই ব্যবহার করতে পারবেন।
“Mobile world congress 2019” এর অনুষ্ঠানে এস১০ লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে,যেটি ফেব্রুয়ারি তে অনুষ্ঠিত হবে।
গ্যালাক্সি এস ১০ এর সাথে ফাইভজি আসবে কিনা তা অফিসিয়ালি কিছু জানানো হয়নি। যদিও তারা এইটা স্বীকার করেছে ফাইভজি ফোন নিয়ে কাজ চলছে। মাস দুয়েক পরেই আমরা এর উত্তর জেনে যাবো আশা করি।
2.HUAWEI P30
আমরা জানি যে হুয়াওয়ে ফাইভজি স্মার্টফোন নিয়ে কাজ করছে। ওয়াল্টার জি, হুয়াওয়ের ওয়েস্টার্ন ইউরোপীয় কনজিউমার বিজনেস গ্রুপের সভাপতি একেবার এক সাক্ষাত্কারে এটি সম্পর্কে কথা বলেন। এই সিনিয়র হুয়াওয়ে এক্সেকিউটিভ নিশ্চিত করেছেন যে ফাইভজি ডিভাইস আসবে তবে হয়তো পি ৩০ তে দেয়া হবে অথবা নিশ্চিতভাবে এটি পরবর্তী অক্টোবরে মেট সিরিজে থাকবে। মিঃ জি আরও বলেছেন যে:
“আমদের দুটি ফ্ল্যাগশিপ প্রোডাক্ট আছে। মার্চ মাসে আমাদের পি সিরিজ রয়েছে এবং অক্টোবরে আমাদের মেট সিরিজ রয়েছে। সুতরাং এটি কিভাবে চিপসেট তৈরী হয় তার উপর নির্ভর করবে, কারণ ফাইভজি প্রযুক্তির জন্য উচ্চ বিদ্যুৎ খরচ প্রয়োজন।”
3. ONEPLUS 7 OR ONEPLUS 7T
ওয়ানপ্লাস সিইও পিট লাউ সম্প্রতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সাংহাইয়ের কাছে নিশ্চিত করেছে যে, আগামী বছরের বাজারে ফাইভজি স্মার্টফোন আনতে কোম্পানী ইউএস ক্যারিয়ারের সাথে কাজ করছে। তাই খুব সম্ভবত ওয়ানপ্লাস ৭ বা সম্ভবত ওয়ানপ্লাস ৭টি কে ফাইভজি ফোন হিসাবে রিলিজ করা হবে।
ওয়ানপ্লাস সাধারণত তাদের বছরের প্রথম ডিভাইস মে অথবা জুলাই এর দিকে রিলিজ করে। ধারণা করা হচ্ছে সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী বছরে মে অথবা জুলাই এ রিলিজ হবে ওয়ানপ্লাস এর নতুন ফাইভজি সাপোর্টেড ডিভাইস।
4. SONY XPERIA XZ4
আমরা আশা করছি সনি তাদের নতুন ডিভাইস যেটি রিলিজ করবে সনি এক্সপেরিয়া এক্স জেড ৪ তাতে সবচেয়ে আধুনিক সংযোগ প্রযুক্তি ব্যবহার করা হবে।
কিছু গুজব শোনা যাচ্ছে যেখানে বলা হচ্ছে এটি এন্ড্রোয়েড পাই (9.0) এর সাথে রিলিজ হবে,সাথে থাকবে স্ন্যাপড্রাগন এর নতুন ৮১৫০ চিপসেট এবং ক্যামেরা সেকশন এ থাকবে ৪৮ মেগাপিক্সেল এর একটি সেন্সর।
আরেকটি গুজব শোনা যাচ্ছে সেটি হলো এটি ব্যাটারি প্রযুক্তি নিয়ে। সনি এমন ব্যাটারি ইমপ্লিমেন্ট করবে যেটি দিয়ে এক সপ্তাহ ডিভাইস চালানো সম্ভব। এখন শুধু মাত্র অপেক্ষা।
কিছু গুজব শোনা যাচ্ছে যেখানে বলা হচ্ছে এটি এন্ড্রোয়েড পাই (9.0) এর সাথে রিলিজ হবে,সাথে থাকবে স্ন্যাপড্রাগন এর নতুন ৮১৫০ চিপসেট এবং ক্যামেরা সেকশন এ থাকবে ৪৮ মেগাপিক্সেল এর একটি সেন্সর।
আরেকটি গুজব শোনা যাচ্ছে সেটি হলো এটি ব্যাটারি প্রযুক্তি নিয়ে। সনি এমন ব্যাটারি ইমপ্লিমেন্ট করবে যেটি দিয়ে এক সপ্তাহ ডিভাইস চালানো সম্ভব। এখন শুধু মাত্র অপেক্ষা।
5. IPHONE X (2019)
জানা যাচ্ছে এপল ও লঞ্চ করবে ফাইভজি সুবিধা সম্মলিত আইফোন এর তিনটি ভেরিয়েন্ট। যেগুলো ২০১৯ সাল নাগাদ রিলিজ পাবে বলে শোনা যাচ্ছে। গুজব শোনা গিয়েছে এপল মিডিয়াটেক এর সাথে ফাইভজি মডেম এর সোর্স নিয়ে একটি চুক্তি সম্পন্ন করেছে। আপনি কি ভাবছেন ফাইভজি প্রযুক্তি নিয়ে? কমেন্ট সেকশন এ জানিয়ে দিন আপনার মতামত। নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট এ চোখ রাখুন।
No comments