Header Ads

Header ADS

আসছে শাওমি’র মি ব্যান্ড ৪


গত বছরের ৩১শে মে শাওমি বাজারে ছাড়ে তাদের  মি ব্যান্ড ৩ যা শাওমির আগের ব্যান্ডগুলোর মতো বাজারে ব্যাপক সাড়া ফেলে ইউজারদের মধ্যে। এর ধারাবাহিকতায় শাওমি বাজারে আনছে তাদের আগামী প্রজন্মের মি ব্যান্ড ৪।

Huami (শাওমি পার্টনার) চিফ ফাইনান্স অফিসার ডেভিড চুই এর মতে শাওমি তাদের ব্যান্ড সিরিজের চির চেনা ২ বছর গ্যাপ এ না গিয়ে ২০১৯ এই আসছে মি ব্যান্ড ৪। শাওমি প্রতি ব্যান্ডেই নতুন নতুন কিছু নিয়ে আসে ইউজার দের জন্য। সম্প্রতি এক লিক থেকে জানা যায় যে এতে থাকছে ব্লুটুথ ৫.০। লিক অনুসারে দুটি ভ্যারিয়েন্ট এ পাওয়া যাবে মি ব্যান্ড ৪। এদের একটিতে থাকছে এনএফসি(NFC) সুবিধা। ধারনা করা হচ্ছে এবার সব থেকে বড় বদল আসবে এর ডিসপ্লে সেকশনে। হুয়ামির মতে এতে থাকবে কালার অলেড ডিসপ্লে। লিক সম্পর্কে বিস্তারিত নিচের ছবিতে।


জানাতে ভুলবেন না শাওমি এর এই প্রোডাক্ট নিয়ে আপনার মতামত।

No comments

Powered by Blogger.